India Should be our Religion
Truth should be come out .
Saturday, 6 October 2018
Wednesday, 13 June 2018
Shyama Prasad Mukherjee (P-I)
প্রাথমিক জীবন
6th July, 1901 বাংলার বাঘ অর্থাৎ Shyamaprasad Mukherjee’র জন্ম হয় যার পিতার নাম Ashutosh Mukharjee , কলকাতা High Court’র বিচারক ও University of Calcutta’র Vice-Chancellor ছিলেন ও মাতার নাম Jogamaya Devi Mukherjee। 1906 সালে Shyamaprasad Mukherjee Mitra Institution’এ ভর্তি হন , ক্লাস-২’তে। মেধাবি ছাত্র বাংলার বাঘ 1917 সালে Matriculation পরীক্ষা পাশ করেন ও scholar পান 10 [১০] টাকা প্রতি মাসে। এর পর উনি একে একে 1919 সালে Presidency থেকে চারুকলায় 1st Division’এ Intermediate Examination, 1921’এ Presidency থেকে English Honours’এ 1st Class First হন। তিনি 1922 সালে শুধা দেবি’র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং পরের বছর [1923] আবার M.A পরীক্ষায় উত্তীর্ণ হন বাংলা সাহিত্যের ওপর, 1st Class First হয়ে।
1924’এ উনি B.L. শেষ করে 1926 সালে ইংল্যান্ড চলে যান এবং Lincoln Inn’এ “বার” পড়ার জন্য যোগ দেন।
পরের বছর [1927] বাংলার বাঘ ‘উকিল’ হিসেবে ও পরে English Bar’এ যোগ দেন কিন্তু দেশের সৌভাগ্য বশত উনি এই পেশাতে বেশিদিন না থেকে দেশমাতার টানে ফিরে আসেন।
রাজনৈতিক জীবন
1929’এ Shyamaprasad Mukherjee Bengal Legislative Council’এ Congress’এর হয়ে প্রতিনিধিত্ব করেন কিন্তু Congress পরের বছর এখানে বয়কটের সিদ্ধান্ত নিলে Shyamaprasad Mukherjee নির্দল হিসেবে এই কেন্দ্র থেকে নির্বাচিত হন। 1933 সালে তাঁর স্ত্রী’ পরলোকগমন করেন, তার দুই সন্তান ও দুই কন্যার দায়িত্ব সম্পূর্ণ রুপে তার ওপর এসে পড়ে, কিন্তু তাই বলে একজন প্রকৃত নেতা হিসেবে উনি দেশমাতার সেবার থেকে নিজেকে বিরত রাখেননি। 1934 সালে Shyamaprasad Mukherjee সবচেয়ে কনিষ্ঠ হিসেবে Vice Chancellor হন এবং 1938 সালের 26 November University of Calcutta থেকে D.Litt.পান। উনি Vice Chancellor হয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন ঃ
১] পাঠ্যক্রম এবং পরীক্ষার মাধ্যম হিসেবে বাংলাকে গ্রহণ করে।
২] নতুন বিভাগ এবং কোর্স শুরু, বিশেষত বিজ্ঞানের বিভাগ।
৩] কৃষি শিক্ষার জন্য তিনি প্রকল্প বাস্তবায়ন করতে,কৃষিতে ডিপ্লোমা কোর্স চালু করেন ।
৪] শিক্ষক প্রশিক্ষণ বিভাগকে সংগঠিত করেন।
৫] চীনা ও তিব্বতি অধ্যয়ন প্রতিষ্ঠা করেন।
৬] ইসলামী ইতিহাস ও সংস্কৃতির অধ্যয়নের জন্য বিভাগ শুরু করেন।
৭] Ashutosh Museum of Indian Art & Fine Arts’এর প্রতিষ্ঠা করেন।
৮] B.A.’তে হিন্দি ভাষা চালুর সাথে তিনি দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা, হিন্দি ও উর্দুতে পড়ার সুযোগ করে দেন।
৯] পাঠ্যক্রমের পরিকল্পনায় সামরিক প্রশিক্ষণ কোর্স শুরু করান।
১০] ছাত্র কল্যাণ বিভাগ গঠন করেন, তথাকথিত অনগ্রসর শ্রেণী থেকে আসা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত হোস্টেল বিলোপ
করে সাধারণ হোস্টেল এবং কলেজ সংযুক্ত mess’এ তাদের জন্য বাবস্থা করেন প্রধানত সবার মধ্যে ভ্রাতৃত্ব
স্থাপনের উদ্দেশ্যে ।
১১] University Athletic Club এবং ঢাকুরিয়াতে University Rowing Club প্রতিষ্ঠা করেন ।{Vide : Diary,PP,214-16}
উপরের কাজগুলই Shyamaprasad Mukherjee’এর কাজ নিয়ে আর অনার দূরদৃষ্টি পরিস্কার করে দেয় আপনাদের সামনে।
V.D.Savarkar’এর সভাপতিত্তে 1939 সালে Shyamaprasad Mukherjee’এ হিন্দু মহাসভা’তে যোগ দেন ।
1941 সালের ফেব্রুয়ারী নাগাদ দেশ যখন উত্তাল ধর্মের ভিত্তিতে তখন বাংলার বাঘের গর্জন শোনা যায় এক জনসভায়, “যদি মুসলমানরা পাকিস্তানে বসবাস করতে চায় তবে তাদেরকে "তাদের ব্যাগ এবং জিনিসপত্র গুছিয়ে ভারতকে ছেড়ে দিতে হবে ... [যেখানে] তারা যেখানে চাইবে সেখানে তারা যেতে পারে।“ ওই বছর’ই Shyamaprasad ফজলুল হকের সাথে হাত মিলিয়ে প্রগ্রেসিভ কূটনীতিক সরকার গঠন করেন মুসলিম লীগের সাম্প্রদায়িক দুষ্কর্মের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্য নিযে এবং 11.12.41 থেকে 20.11.42 তারিখ অব্দি বাংলার অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ত পালন করেন।
contd...
Tuesday, 22 May 2018
Democracy or Demo-Crazy
Democracy means as I understand that 'power to the People, ' but in India is it really happens? My main point is our system which is totally depends on Muscle Power & Money & now days Alcohol also added in this system. At first I would prefer to say in Bengal. Once Bengal was the land of Authors, Freedom Fighters now converted into a state of "dada'giri, Political atrocities etc. It's really shame to say that hundreds of people getting killed in the name of Political Parties or on Polling day, just to retain domination they r killing another Indians which should b treat like a terrorists attack. This year we saw more than 18 people's killed on polling day which seems like Civil War. My question is, why this atrocities! Is only because to get Power & Money..? In my point of view, rising of unemployment is the main cause & it would increase on upcoming elections & more than 30yrs or 10yrs of same Govt doesn't mean a stable Govt except raising some questions. In Bengal, Election is like a Earthquake, many peoples killed on polling day(earthquake day) then it continues after election (after shock), no investigation or arrests or long term jail to the culprits or Desi terrorists.
Now get a look at Karnataka Election which is really nice to see that a sophisticated practice of Democracy with no violence but a circus like incident which occurred in the name of Democracy. Political parties getting 2nd & 3rd place formed Govt. with might have 2 (two) Deputy C.M., but people of Karnataka rejected the said political parties: this activity just showed the naked truth of so called Democracy or in my opinion its Demo-Crazy.
Jai Hind
Sunday, 13 May 2018
What Is India...A Nation on papers?
Saturday, 28 April 2018
Mass killings done by Britain & co
Friday, 6 January 2017
আমি একা দাড়িয়ে
"আমি একা দাড়িয়ে নীরবে, রয়েছি শুধু সাক্ষী হয়ে। আমি আজও দাড়িয়ে ইতিহাসের সাক্ষী হয়ে শুধু রইলেনা তুমি। দেখেছি অনেক উত্থান-পতন , দেখেছি অ...
-
"আমি একা দাড়িয়ে নীরবে, রয়েছি শুধু সাক্ষী হয়ে। আমি আজও দাড়িয়ে ইতিহাসের সাক্ষী হয়ে শুধু রইলেনা তুমি। দেখেছি অনেক উত্থান-পতন , দেখেছি অ...
-
প্রাথমিক জীবন 6th July, 1901 বাংলার বাঘ অর্থাৎ Shyamaprasad Mukherjee’র জন্ম হয় যার পিতার নাম Ashutosh Mukharjee , কলকাতা High Court’র বিচ...
-
PDP & BJP govt must act 4 da Kashmiri Pandits & who is Yaseer Mallick! Kashmir is da integral part of Bharat